অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গিদের বিরুদ্ধে মালির লড়াইয়ে প্রতিবেশীদের সহায়তা


অনুমান করা হচ্ছেযে আজ মালির প্রতিবেশি দেশগুলো থেকে সৈন্যরা এসে মালির উত্তরাঞ্চল থেকে ইসলামি জঙ্গিদের সরিয়ে দিতে ফ্রান্সকে সাহায্য করবে। গত তিন দিন ধরে ফ্রান্স তাদের হটিয়ে দেবার লড়াইয়ে লিপ্ত রয়েছে।

গতকালই নিজার , বুরকিনা ফাসো এবং সেনেগাল সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি প্রকাশ করে। এর ঠিক একদিন আগেই ফরাসীরা জঙ্গিদের বিরুদ্ধে বিমান অভিযান শুরু করে।

কর্মকর্তারা জানান যে ফরাসি সৈন্যরা বিমান হামলা এবং স্থল সৈন্যের সাহায্যে বিদ্রোহীদের কোণা থেকে সরিয়ে দেয়। রাজধানী বামাকোর উত্তর পশ্চিমের এই শহরটি সম্প্রতি জঙ্গিরা দখল করে নেওয়ায় তারা এমন একটি অবস্থানে পৌছে গিয়েছিল যেখান থেকে তারা উত্তরের সরকার নিয়ন্ত্রিত পৌর এলাকা দখল করতে পারতো।

মালিতে একজন সংবাদদাতা ভয়েস অফ আমেরিকাকে জানান যে বহু ইসলামি যোদ্ধা কোণার ঐ অভিযানে প্রাণ হারায়। সংবাদদাতারা আরও বলেন যে মালির সেনাবাহিনী শনিবার রাত পর্যন্ত শহরটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন এবং ইসলামি জঙ্গিরা বোর ও দোয়েনৎসা শহর দুটি তে আটকা পড়ে।

এর আগে মালির অন্তবর্তী প্রেসিডেন্ট দিনকুন্দা ত্রাওরে দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন।
XS
SM
MD
LG