অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকারের চার বছর পূর্তি উপলক্ষে পরিচালিত জরিপ নিয়ে বললেন অজয় দাশগুপ্ত


বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ নের্তৃত্বাধীন মহাজোট সরকার , ক্ষমতায় তাদের চার বছর মেয়াদ সম্প্রতি সম্পন্ন করেছে। গত চার বছরে এই সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে বাংলাদেশের সমকাল পত্রিকা সেখানকার সেন্টার ফল পলিসি ডায়ালগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তায় একটি জরিপ পরিচালনা করেছে । পত্রিকাটির সহযোগিী সম্পাদক অজয় দাশগুপ্তের তত্বাবধানে পরিচালিত হয় এই জরিপ। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে অজয় দাশগুপ্ত এই জরিপের পদ্ধতি এবং এর ফলাফল নিয়ে কথা বলেন । তিনি বলেন যে তাঁরা খুব বিজ্ঞান সম্মত পদ্ধতিতে এই জরিপ পরিচালনা করেছেন। এ ব্যাপারে তারা সেন্টার ফর পলিসি ডায়ালগ , ব্র্যাক বিশ্ববিদ্যালয় , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাহায্য নেন।

জরিপে যারা মতামত দেন তারা বলছেন যে আওয়ামি লীগ সরকারের বড় সাফল্য হচ্ছে শিক্ষা খাতের উন্নয়ন তবে তাদের বড় ব্যর্থতা হচ্ছে দূর্নীতি।জরিপে অংশগ্রহণকারীরা তত্বাবধায়ক সরকারের জন্যে দাবি সমর্থন করেন, তবে হরতাল সমর্থন করছেন না।


please wait

No media source currently available

0:00 0:05:23 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG