অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরে প্রতিবাদকারী এবং দাংগা পুলিশের মধ্যে সংঘর্ষ



মিসরে গণবিদ্রোহে দীর্ঘ দিনের নেতা হুসনী মোবারকে ক্ষমতাচ্যুত করার দ্বিতীয় বছর পূর্তি উদযাপন উপলক্ষে হাজার হাজার প্রতিবাদকারী তাহরির চত্তরে সমাবেত হ’লে দাংগা পুলিশের সংগে তাদের সংঘর্ষ হয়।

শুক্রবার, তরুণ প্রতিবাদকারীরা সরকারি ভবনের নিরাপত্তা বেষ্টনীর দেওয়ালে ওঠার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে রকেট এবং ঘরে তৈরী বোমা ছুঁড়লে পুলিশ পাল্টা জবাবে কাঁদানে গ্যাস নিক্ষপ করে এবং চত্বরে বিক্ষোভকারীদের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার, প্রেসিডেন্ট মোরসি প্রতিবাদকারীদের শান্তি পূর্ণভাবে গণঅভ্যুত্থানের বার্ষিকী উদযাপনের অনুরোধ জানান।

মিসরের বড় বড় শহর এবং আলেকজান্দ্রিয়াতে মিছিল হচ্ছে।
XS
SM
MD
LG