অ্যাকসেসিবিলিটি লিংক

ফরাসিদের সাহায্যে মালির বাহিনীর টিম্বাকটুর দিকে অগ্রসর


মালির উত্তরাঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্স ও মালির সৈন্যরা এগিয়ে যাচ্ছে এবং তারা দু সপ্তার ও বেশি সময় ধরে লড়াই করার পর টিম্বাকতুর দিকে অগ্রসর হচ্ছে।

রাতে ফরাসি বিমান হামলায় , রাজধানী বামাকো থেকে ১৫০০ কিলোমিটার দূরে কিদাল শহরে আল ক্বায়দার সঙ্গে সম্পৃক্ত একজন জঙ্গি নেতার বাড়ি বিধ্বস্ত হয়েছে। এই আক্রমণের একদিন আগেই ফরাসি ও মালির সৈন্যরা গুরুত্বপূর্ণ গাও শহরটি দখল করে নেয়।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার বলেছে যে নাইজেরিয়া ও চাদ থেকে একদল সৈন্য , স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করতে ঐ শহরে যাচ্ছে। মন্ত্রক আরও বলেছে যে ঐ শহরের মেয়র , যিনি রাজধানী বামাকোতে আশ্রয় চেয়েছেন , তিনি এখন নিজ শহরে ফিরে যাচ্ছেন। মালিতে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ইদ্রিসা ফল বলছেন যে গাও শহরটি মালির উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। তিনি বলেন যে এটি পশ্চিম আফ্রিকার ইউনিটি অফ গড এবং জিহাদ এর এক ধরণের রাজধানী হয়ে উঠেছিল। সেখানে সামরিক হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ কারণ শহরটি বিদ্রোহী গোষ্ঠিগুলোর অভয় আশ্রয় হয়ে উঠেছে।
XS
SM
MD
LG