অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলায় একজন নিহত


আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে এক আত্মঘাতী বোমা আক্রমণকারী হামলা চালিয়ে অন্তত এক ব্যাক্তিকে হত্যা করেছে। তাৎক্ষনিক কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
কর্মকর্তারা বলেন নিহত ব্যাক্তি তুর্কী ছিলেন এবং আঙ্কারায় দূতাবাসে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন।

ভয়েস অফ আমেরিকার তুর্কী বিভাগের এক সাংবাদিক বলেন একটা নিরাপত্তা চেকপোস্টে X-ray মেশিনের কাছে নিরাপত্তা রক্ষী নিহত হন। সাংবাদিক বলেন ওই সময় নিরাপত্তা ক্যামেরাগুলো কাজ করছিলো না কারণ ওই এলাকায় তখন বিদ্যুৎ ছিল না।

দূতাবাসের এক কর্মী ভয়েস অফ আমেরিকাকে বলেন যে দূতাবাস এখন লকডাউন অবস্থায় আছে অর্থাৎ কেউ সেখান থেকে বেড়োতে পারছে না বা ঢুকতে পারছে না। কর্মীদের নিরাপদ কক্ষে পাঠানো হয়েছে। অ্যামবুলেন্স ও অগ্নীনির্বাপকরা দ্রুত ঘটনাস্থলে যায়।

পুলিশ ওই এলাকা ঘীরে রাখে। ওই এলাকায় আরও কয়েকটি দূতাবাস অবস্থিত। বোমা বিশেষজ্ঞরা এবং পুলিশ আর কোন হামলার সম্ভাবনার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে।
XS
SM
MD
LG