অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ার শাসক ইসলামপন্থী দল সমাবেশের আহ্বান জানায়


তিউনিসিয়ার শাসক ইসলামপন্থী দল রাজধানীতে বিরাট আকারের জমায়েত আহবান করেছে। শনিবার তাদের সেই জমায়েতের একদিন আগে নিহত বিরোধী ধর্ম নিরপেক্ষ নেতার নামাজে জানাজার সময়ে শোকার্তদের সঙ্গে পুলিশের সংঘাত বাধে।

শাসক এন্নাহদা দল বলে, তিউনিসে তাদের সমাবেশের লক্ষ্য হচ্ছে সাংবিধানিক সংসদের প্রতি সমর্থন প্রকাশ। এ সপ্তাহে বিরোধী নেতা চোক্রি বেলায়েদকে তাঁর বাসভবনের বাইরে গুলি ক’রে হত্যা করার কারনে সংসদের নতুন সংবিধান রচনার কাজ ব্যহত হয়। মিষ্টার বেলায়েদের আত্মীয় স্বজন তাঁর হত্যার পেছনে শাসক দলের হাত রয়েছে বলে অভি্যোগ করছেন। তবে শাসক দল তা নাকচ ক’রে দিয়েছে।

শুক্রবার হাজার হাজার শোকার্ত জনতা বিরোধী নেতার শেষকৃত্য শোভাযাত্রায় যোগ দিতে তিউনিসের প্রধান কবরস্থানে সমবেত হয়। পুলিশ শোভাযাত্রার পথ উন্মুক্ত করার জন্য জনতার ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সেই সমাবেশে অংশগ্রহনকারী অনেকে ইসলামপন্থীদের বিরুদ্ধে শ্লোগান দেয়। কারো কারো হাতে ব্যানারে লিখা ছিলো রাশিদ ঘান্নুচি একজন গুপ্তঘাতক। মিষ্টার ঘান্নুচি এন্নাহদা দলের একজন নেতা। কোন কোন প্রত্যক্ষদর্শী বলে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য ক’রে ইট পাটকেল নিক্ষেপ করে।
XS
SM
MD
LG