অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান প্রেসিডেন্ট ওবামার সৈন্য প্রত্যহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে


প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী বছর আফগানিস্তান থেকে ৩৪ হাজার সেনা প্রত্যাহারের যে ঘোষণা করেছেন আফগান সরকার সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছ।

মঙ্গলবার মি ওবামা রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণে ওই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের যে সংখ্যক সেনা আফগানিস্তানে দায়িত্ব পালন করছে, তার অর্ধেক, প্রায় ৩৪ হাজার সেনা এক বছরের মধ্যে ঘরে ফিরে আসবে।

বুধবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এর দফতর থেকে বলা হয় দীর্ঘ দিন ধরে আফগানিস্তান যা চেয়েছে, মি ওবামার ঘোষণায় সেটাই ছিল।

তারা আরও বলেছে আফগান গ্রামগুলো থেকে বসন্তে সৈন্য প্রত্যাহার, আফগানিস্তানে শান্তি ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

গত মাসে মি ওবামা এবং মি কারজাই এবিষয়ে একমত হন যে নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোটের কাছ থেকে আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বসন্তে। এর আগে কথা ছিল গ্রীস্মের শেষে তা করা হবে।
XS
SM
MD
LG