অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিধায়ক এবং তাদের কর্মচারীরা চীন এবং অন্যান্য দেশের অর্থায়নে বিদেশ সফর করছেন


ওয়াশিংটনের একটি সংবাদপত্র বলছে যে নতুন কিছু নিয়ম সত্বেও যুক্তরাষ্ট্রের বিধায়ক এবং তাদের কর্মচারীরা চীন এবং অন্যান্য দেশের অর্থায়নে বিদেশ সফর করছেন।

The Washington Post পত্রিকাটি বলছে যে কংগ্রেসের প্রকাশ করা এক রিপোর্টে দেখা গেছে যে ২১ জন বিধায়ক ২০১১ সালে বিদেশী সরকারের অর্থায়নে বিদেশ সফরে গেছেন । এই সংখ্যা আগের বছরের তুলনায় দ্বিগুণের ও বেশি। ঐ রিপোর্টে বলা হয়েছে যে কংগ্রেসের কর্মচারীরা ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিনে পয়সায় ৮০০ ‘র ও বেশি বার বিদেশ সফর করেছেন।

তবে এই ধরণের সফরের আযোজকরা বলছেন যে যুক্তরাষ্ট্রের কর দাতাদের অর্থ খরচ না করে এ ধরণের সফর যুক্তরাষ্ট্র সরকারের কর্মীদৈর অন্যদেশ সফর করার গুরুত্বপূর্ণ উপায় ।
XS
SM
MD
LG