অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্টারনেট নিরাপত্তা রক্ষা গ্রুপ বলছে সাইবার আক্রমণে চীন সংশ্লিষ্ট


যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইন্টারনেট নিরাপত্তা রক্ষা গ্রুপ, চীনা সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা আমেরিকান ব্যবসা প্রতিষ্ঠান, সরকার ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে উচ্চমানের সাইবার আক্রমণ অভিযানে সংশ্লিষ্ট।

মঙ্গলবার ম্যানডিয়ান্ট থেকে প্রকাশিত ৬০ পাতার এক রিপোর্ট বেশ কিছু আক্রমণের বর্ণনা দেওয়া হয়। তারা বলেছে চীন ভিত্তিক হ্যাকার গ্রুপ সরাসরি সরকারের সাহায্য নিচ্ছে দীর্ঘ দিন ধরে ব্যাপক হারে সাইবার গোয়েন্দা অভিযান চালানোয়।

ম্যানডিয়ান্ট বলেছে ২০০৬ সালের পর থেকে তারা যুরাষ্ট্রের ১৫০টি সংগঠন থেকে ব্যাপক তথ্য চুরি করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হং লেই ওই অভিযোগ অস্বীকার করেছেন।

XS
SM
MD
LG