অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের শক্তিধর ৬টি দেশ ও ইরান , ইরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচী নিয়ে আলোচনায় বসেছে


বিশ্বের সবচেয়ে শক্তিধর ৬টি দেশ ও ইরান , ইরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচী নিয়ে আলোচনায় বসেছে । ইরান পারমানবিক অস্ত্র তোয়েরের চেষ্টা করছে, দশক স্থায়ি এহেন উদ্বেগ দুশ্চিন্তার একটা হেস্তনেস্ত করতেই এ আলোচনায় বসা ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ইরানকে তার এ পারমানবিক অভিলাশের কূটনৈতিক একটা ফয়সলার জন্যে এগুনোর আহ্বান জানিয়েছেন ।
কাযাকস্তানের আলমাটিতে আজকের আলোচনা হচ্ছে – যাতে অংশ নিচ্ছে p-5 plus 1 গোষ্ঠীভুক্ত দেশগুলো – অর্থাত যুক্তরাষ্ট্র , বৃটেন , ফ্রান্স , রাশিয়া , চীন এবং জার্মানী । এবং এ আলোচনা থেকে নাটকিয় কিছু একটা ফলাফল উঠে আসবে , তেমন কিছু আশা করা হচ্ছে না । ইরান তার পরিশীলন তত্পরতা কিছু কিছু থামাতে রাজি হলে বিশ্ব শক্তিবর্গও ইরানের ওপর আরোপিত বিধিনিষেধও কিছু কিছু প্রশমিত করতে সম্মত বলে প্রস্তাব উত্থাপিত হতে পারে – এই যা । ইরান বলে তার পারমানবিক কর্মসূচী শান্তিপুর্ন কাজের জন্যে – বিশ্বের অনেক দেশেরই ধারণা আসল লক্ষ তার পারমানবিক অস্ত্র তোয়েরের ।
XS
SM
MD
LG