অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো বলছে সিরিয়া আরো ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে



নেটো প্রধান আঁন্দ্রে ফো রাসমুসেন বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনী সিরিয়ার অভ্যন্তরে আরো ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি মন্তব্য করেন যে এই ধরণের মরিয়া পদক্ষেপে এটাই প্রতিয়মান হয় যে শাসকগোষ্ঠী খুব তারাতারি ক্ষমতা হারাতে চলেছে।

আমেরিকা এবং নেটো জানিয়েছে যে এই মাসের প্রথম দিকে আসাদ বাহিনী উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে বিদ্রোহীদের ওপর স্কাড ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটিতে বিদ্রোহ শুরু হাবার পর থেকে এই ধরণের অস্ত্র প্রথম ব্যবহার করা হয়েছে বলে বিশ্বাস। তবে সিরিয় কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছে।

সামরিক বিশ্লেষকরা বলছে স্বল্প পাল্লার ক্ষেপনাস্ত্র পাঁচশ থেকে আটশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

রাসমুসেন শুক্রবার বলেন সিরিয় সরকার স্কাড ধরনের মিসাইল ব্যবহার করছে এবং নেটোর মিত্রদেশ তুরষ্ককে সুরক্ষার প্রয়োজনের ওপরেও তিনি গুরুত্ব আরোপ করেন।
XS
SM
MD
LG