অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী ক্ষমতা ভাগাভাগির এক চুক্তি সাক্ষর করেছেন


Afghan rival presidential candidates Abdullah Abdullah (L) and Ashraf Ghani exchange signed agreements for the country's unity government in Kabul, Sept. 21, 2014.
Afghan rival presidential candidates Abdullah Abdullah (L) and Ashraf Ghani exchange signed agreements for the country's unity government in Kabul, Sept. 21, 2014.

আফগানিস্তানের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী আশরাফ গানি এবং আবদুল্লাহ আব্দুল্লাহ, একটি জাতীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্যে ক্ষমতা ভাগাভাগির এক চুক্তি সাক্ষর করেছেন। জুন মাসে ফিরতি প্রেসিডেন্ট নির্বাচনের পর গত কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক বাকবিতন্ডার চলে।

রবিবার সাক্ষরিত চুক্তির অধীনে মি গানি হবেন প্রেসিডেন্ট ও মি আবদুল্লাহ একটি নতুন কার্যনির্বাহী পদ পাবেন যাতে তিনি দেশ শাসনের জন্য নতুন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করতে পারেন।চুক্তির বিস্তারিত খুটিনাটি এখনও প্রকাশ করা হয়নি।

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইের স্থলাভিষিক্ত হবেন এই দুই প্রার্থী। মি কারজাই ২০০১ সাল থেকে ক্ষমতায় আছেন যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্তে কোয়ালিশন, তালিবানকে ক্ষমতাচ্যুত করে।

XS
SM
MD
LG