অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেসে ইস্রাইলী প্রধানমন্ত্রীর বিতর্কীত ভাষন নিয়ে অধ্যাপক আলি রিয়াজের সাক্ষাত্কার


যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের চার শ’ পঁয়ত্রিশ সাংসদ এবং সেনেট সভার এক শ’ বিধায়ক – এই নিয়ে যুক্তরাষ্ট্রের দু’ কক্ষ বিশিষ্ট কংগ্রেস – এই কংগ্রেসেরই মিলিত দু’ কক্ষের যুগ্ম অধিবেশনে ভাষন দিতে ইস্রাইলের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিনিধি পরিষদ বা House of Representative-এর স্পীকার জন বেনার- হোয়াইট হাউস বা ডেমোক্র্যাটিক পার্টীর সম্মতি ব্যতিরেকেই।আগামিকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের যুগ্ম অধিবেশনে ঐ ভাষন দেবার কথা ইস্রাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূর- বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা-বিতর্ক চলছে নানা মহলে। আমরা এ নিয়ে কথা বলি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেইট য়ূনিভার্সিটির পলিটিক্স এ্যান্ড গভর্ণমেন্ট বিভাগের শিক্ষক-Chair ডক্টর আলী রিয়াযের সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:05:15 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG