অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিটমহলগুলোয় জমিজমার মালিকানা নিয়ে সমস্যা হয়েছে,হস্তান্তরের একদিন পরেই


বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার ১৬২টি ছিটমহল হস্তান্তর হয়েছে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে। হস্তান্তরের ফলে যে ছিটমহলগুলো বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়েছে তাতে জমিজমার মালিকানা নিয়ে সমস্যা প্রকাশ্যে হয়েছে, হস্তান্তরের একদিন পরেই। রোববার সদ্য বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়া কুড়িগ্রামের দাসিয়াছড়ার ছিটমহলের দুই পরিবারের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধের ফলে সৃষ্ট সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং সদ্য অন্তর্ভুক্ত হওয়া ছিটমহলের অধিবাসীরা জানান, ১৯৪৭ সালের পর থেকে রাষ্ট্রবিহীন এবং নাগরিকত্ব ছাড়া জীবন-যাপনের কারণেই জমির মালিকানা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া ছিটমহল হস্তান্তরে জনগণনা জরিপকালে কিছু সংখ্যক ছিটমহলবাসীর নাম তালিকাভুক্ত হয়নি। এটিও একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব সমস্যার কারণ সম্পর্কে বলেছেন, বাংলাদেশ-ভারত ছিটমহল হস্তান্তর কমিটির মহাসচিব গোলাম মোস্তফা। ....ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:03:09 0:00

XS
SM
MD
LG