অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লগার হত্যাকান্ডের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারী প্রতিনিধি দলের উদ্বেগ প্রকাশ


ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারী প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে কয়েকজন ব্লগার হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং নিবিড় তদন্ত বিষয়ে বাংলাদেশে সরকারের প্রতি আহবান জানানোর ঠিক পরের দিনই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ব্লগার হত্যাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। আইন-শৃংখলা রক্ষাবাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
তিনদিনের বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে শুক্রবার ইইউ পার্লামেন্টারী প্রতিনিধি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, সফরকালে প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে আলোচনায় ব্লগারদের হত্যাকান্ডের ব্যাপারে উদ্বেগের পাশাপাশি তাদের পক্ষ থেকে নিবিড় তদন্তের কথাও বলা হয়েছে। এটি হলে বাংলাদেশ সরকার যে মতপ্রকাশের অধিকার সমন্বিত রাখার অধিকারকে গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাই পৌছে দেবে বলে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল মনে করে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG