অ্যাকসেসিবিলিটি লিংক

বাঙালি সংস্কৃতিতে আগ্রহী সামিরার কথা


ওয়াশিংটনের অদূরে হাই স্কুলের একাদশ ছাত্রী সামিরা আশরাফি । কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে এই প্রবাসী বাঙালি কিশোরী সংস্কৃতি চর্চা করে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে । তাছাড়া নৃত্য ও আবৃত্তিতেও সামিরা তার নিজস্ব বৈশিষ্টের ছাপ রেখেছে।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে সামিরা বলে যে সে ছয় বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করে। প্রথমে সে তার মা’য়ের কাছ থেকে গান শেখে। তার পরে সে নিউ ইয়র্কের বাংলা স্কুল বিপায় গান শেখে। এখন সে গত তিন বছর ধরে শেলী ব্যানার্জির কাছে ও গান শিখছে, উচ্চাঙ্গ সঙ্গীত যেমন , তেমনি লঘু সঙ্গীতও। সামিরা মূলত সব ধরণের গানই গেয়ে থাকে। সামিরা বললো যে বাবা মা’র উৎসাহে সে কবিতা আবৃত্তি চর্চা করে থাকে। তার বাবা বাংলা কবিতা লেখেন। সামিরা ভারত নাট্যম ও চর্চা করে এবং বিভিন্ন অনুষ্ঠানে সে এই ভারত নাট্যম পরিবেশন করেছে।

XS
SM
MD
LG