অ্যাকসেসিবিলিটি লিংক

হস্তান্তরিত হলো বাংলাদেশ ও ভারত সীমান্তের ১৬২টি ছিটমহল


শনিবার পহেলা আগস্টের প্রথম প্রহর অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২-১ মিনিটে হস্তান্তরিত হবে বাংলাদেশ ও ভারত সীমান্তের ১৬২টি ছিটমহল। আর এর মধ্যদিয়ে বাস্তবায়িত হবে ১৯৭৪ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত সীমানা চুক্তি বাস্তবায়ন। গত মে মাসে ভারতীয় পার্লামেন্টে এই সংক্রান্ত বিলে অনুমোদন দেয়া হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাবে ১১১টি ছিটমহল এবং ভারত পাবে ৫১টি ছিটমহল। ছিটমহল হস্তান্তরের ফলে বাংলাদেশ পাবে ১৭ হাজার ১৬০ একর এবং ভারত পাবে ৭ হাজার ১১০ একর জমি। আর এর মধ্যদিয়ে ছিটমহলবাসী দীর্ঘদিনের নাগরিকত্ববিহীন পরিস্থিতির অবসান ঘটবে। বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলোতে আনন্দ-উৎসব শুরু হয়ে গেছে। ছিটমহলের মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয় শুক্রবার। দিনে আর রাতে নানা আনন্দ-উৎসব হচ্ছে সেখানে। বাংলাদেশের ছিটমহলগুলো থেকে ৯৭৯ জন ভারতে যাবার জন্য নাম তালিকাভুক্তকরণ করিয়েছেন। তারা যেতে পারবেন পহেলা আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:02:51 0:00
সরাসরি লিংক

বাংলাদেশ এবং ভারতের ছিটমহলগুলোতে এখন চলছে বাধভাঙ্গা আনন্দ আর উল্লাস। নৌকা বাইচ, লাঠি খেলা থেকে শুরু করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য যতো আয়োজন সম্ভব তার সবই করছেন ছিটমহলবাসী। শুক্রবার সন্ধ্যার পরে আনন্দ-মিছিলেও খবর পাওয়া গেছে। বাংলাদেশে আসবে কুড়িগ্রামের দাসিয়াছড়া ছিটমহল। এর দু’জন অধিবাসীর মন্তব্য, বাংলাদেশ-ভারত ছিটমহল হস্তান্তর কমিটির সভাপতি, কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের এক ছিটমহলের একটি পরিবার - যারা যাবেন ভারতে - সেই পরিবারের স্বামী-স্ত্রীর প্রতিক্রিয়াসহ রিপোর্ট। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:01:36 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG