অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ড বলছে ব্যাঙ্ককে বোমা বিস্ফোরণের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসাদ সম্পৃক্ত নয়


থাই কর্মকর্তারা বলছেন এ সপ্তায় ব্যাঙ্ককের একটি উপসানালয়ে যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে তাতে কয়েকজন বিদেশিসহ সম্ভবত কমপক্ষে দশ জন জড়িত ছিল তবে মনে করা হচ্ছে না যে এটি কোন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠির কাজ।

সে দেশের ক্ষমতাসীন সামরিক বাহিনীর একজন মুখপাত্র কর্নেল উইনথাই সুভারি বলেন যে ঘটনাটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত এমনটা মনে হয় না।

তিনি আরও বলেন যে সোমবারে ঐ এরাওয়ান উপাসনালয়ে আক্রমণের সরাসরি লক্ষ্য চীনা জনগোষ্ঠি নয়।

এর আগে সে দেশের জাতীয় পুলিশ প্রধান বলেন ঐ হামলার পরিকল্পনার সঙ্গে কমপক্ষে ১০ জন সম্পৃক্ত ছিল। এই আক্রমণে অন্তত ২২ জন নিহত এবং কয়েক শ লোক আহত হয়। তিনি বলছেন যে হামলাকারীরা সম্ভবত এক মাস আগে থেকেই এই হামলার পরিকল্পনা করেছিল।

অপরাধীকে ধরিয়ে দেওয়ার জন্য আটাশ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

XS
SM
MD
LG