অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা ক্রিকেটের জয়যাত্রা


ভারতের সাথে সিরিজ জয়ের নায়ক, সিরিজের সবচেয়ে বড় খোঁজ বাঁহাতি পেসার- মুস্তাফিজ
ভারতের সাথে সিরিজ জয়ের নায়ক, সিরিজের সবচেয়ে বড় খোঁজ বাঁহাতি পেসার- মুস্তাফিজ

১৯৯৭ সালে মালয়েশিয়ায় প্রথম আইসিসি ট্রফি জয়ের যে দোলা জেগেছিল, অনেক দিন পর্যন্তই তার রেশ ক্রিকেটার এবং ভক্তদের মনে আশার সঞ্চার করেছে। তারপর ২000 সালের জুন মাসে আইসিসির পূর্ণ সদস্যত্ব পাওয়া, একই বছর প্রথম টেস্ট ক্রিকেট খেলা ভারতের সঙ্গে বাংলাদেশের মাঠে। নাঈমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, মোহামমদ আশরাফুল, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান, আমিনুল ঈসলাম বুলবুল, আকরাম খান, গাজী আশরাফ ব্যাটে বলে চমক জাগিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেট দলের জয়-পরাজয় নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার বিষয়েই আজকের আলোচনা। স্টুডিও থেকে রোকেয়া হায়দারের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা থেকে টেলিফোনে বাংলাদেশ ক্রিকেটের অত্যন্ত সফল অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আকরাম খান আর বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, সাংবাদিক দিলু খোন্দকার।

ভারতের সঙ্গে চমত্কার ওয়ানডে সিরিজের পর ক্রিকেটের মাঠে দক্ষিণ এশিয়ার নবীন দল বাংলাদেশের অবস্থান আজ কোথায়? ভবিষ্যতটা কেমন দেখছেন?

please wait

No media source currently available

0:00 0:03:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG