অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ অর্থনীতি সমাচার - বাংলাদেশে জ্বালানি ও তেলের মূল্যবৃদ্ধি


বাংলাদেশে সরকার যে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর কথা চিন্তা করছে , বাংলাদেশের ভোক্তা সংস্থা তাতে আশংকা ব্যক্ত করেছে – ওদিকে , যুক্তরাজ্যের দি গার্ডিয়ান পত্রিকা তাঁদের এক নিবন্ধে মত প্রকাশ করেছেন – বাংলাদেশ থেকে মেক্সিকো অবধি বিস্তৃত ব্রিক্স অন্তর্গত দেশ সমুহে অর্থনিতির ধারা যেভাবে এগিয়ে চলেছে তাতে ২ হাজার ৫০ সাল নাগাদ তা পশ্চিম বিশ্বকে টেক্কা দিতে পারে – এ বিষয় দুটি বিশ্লেষন করেছেন ঢাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ গবেষনা সংস্থার বিশ্লেষক – বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্রাচার্য্য । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
please wait

No media source currently available

0:00 0:04:56 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG