অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় আইএস সমন্বয়কের বিচার শুরু


পশ্চিমা দেশগুলো এমনকি আইএস-এর নিজস্ব অনলাইন ম্যাগাজিন দাবিক এ পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব রয়েছে। কিন্তু সরকার তা একবাক্যে নাকচ করে দিয়েছে। বলেছে বাংলাদেশে আইএস-এর কোন অস্তিত্ব নেই। এই যখন অবস্থা তখন মঙ্গলবার ঢাকার একটি আদালতে আইএস সমন্বয়ক সাখাওয়াতুল কবিরসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ অভিযোগ গঠন করেন। আগামী ২৫শে ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গত ১৫ই মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক এ, কে, এম কামরুল আহসান ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ই জানুয়ারি যাত্রাবাড়ি থানার খানবাড়ি চৌরাস্তার একটি বাড়িতে জেএমবির আঞ্চলিক সমন্বয়ক সাখাওয়াতুল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আইএস-এর দিক-নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহের জন্য গোপন বৈঠক করছিলেন। তখন পুলিশ হানা দেয়। এ সময় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আইএস সম্পর্কিত জিহাদি প্রচারপত্র, তার ল্যাপটপে আইএস সংক্রান্ত প্রচুর ভিডিও জব্দ করা হয়।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোট।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG