অ্যাকসেসিবিলিটি লিংক

ভুল স্বীকার করে বিপাকে মাহফুজ আনাম


জরুরি জমানায় ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে কতিপয় রিপোর্ট যাছাই-বাছাই ছাড়া প্রকাশ করা ভুল ছিল বলে সম্প্রতি এক টিভি আলোচনায় স্বীকার করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এরপর থেকেই বিতর্ক শুরু হয়।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন এবং তার গ্রেপ্তার দাবি করেন। সংসদে শেখ ফজলে নূর তাপসসহ এমপি'রা ডেইলি স্টার বন্ধ ও তার গ্রেপ্তার দাবি করেন।

মঙ্গলবার লক্ষীপুর ও খুলনায় তার বিরুদ্ধে একশ’ ৫০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। লক্ষীপুরে মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদউন নবী সোহেল। মামলার বিবরণে বলা হয়, ডেইলি স্টারের রিপোর্টে আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়েছে। প্রায় একই বক্তব্য দিয়ে খুলনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান আরেকটি মামলা দায়ের করেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG