অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারপতি বিতর্কে নতুন মাত্রা যুক্ত


সম্প্রতি উচ্চ আদালতের কতিপয় অবসরপ্রাপ্ত বিচারকের কার্যক্রম নিয়ে বাংলাদেশে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে, যখন প্রধান বিচারপতি এস,কে, সিনহা বুধবার একটি মামলার শুনানিকালে সরকারি সুযোগ সুবিধা ভোগরত, দায়িত্বরত ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের রীতিনীতি মেনে চলার পরামর্শ দেন।

সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলি'র পক্ষে শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হলে এটর্নি জেনারেল মাহবুবে আলম তা আদালতের নজরে আনলে তিনি ঐ পরামর্শ দিয়েছেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন সরকারের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা।

সাবেক বিচারপতি নজরুল ইসলাম অবশ্য বলেছেন, তিনি আইন মেনেই আদালতে উপস্থিত হয়েছেন।

অতিসম্প্রতি সাবেক বিচারপতি এ,এইচ,এম, শামসুদ্দিন চৌধুরী অবসরে যাওয়ার পর বিচারকদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি ইতিপূর্বে যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে বলেছেন প্রধান বিচারপতি বিএনপি'র মুখপাত্র হিসেবে কাজ করছেন। চৌধুরী প্রধান বিচারপতির পদত্যাগও দাবি করেছেন। তবে তার এ বক্তব্যের প্রতিবাদ করেছেন এটর্নি জেনারেল, আইনজীবীরা, রাজনৈতিকদল, সুশীল সমাজ এবং সাবেক বিচারপতিরা। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:14 0:00


XS
SM
MD
LG