অ্যাকসেসিবিলিটি লিংক

বিভিন্ন দেশে উদ্ধারকৃত দুই শতাধিক বাংলাদেশী দেশে ফেরার অপেক্ষায়


জীবনবিনাশী সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় গত বছরের মে-জুন মাসে বিভিন্ন দেশে উদ্ধারকৃতদের মধ্যে দুই শতাধিক বাংলাদেশী এখনও দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তাদের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং মিয়ানমারে উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, এর মধ্যে বর্তমানে ইন্দোনেশিয়ায় ৩৮ জন, মালয়েশিয়ায় ১১৬ জন ও মিয়ানমারে ৭৬ জন দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

কর্মকর্তারা জানান, বাংলাদেশের পক্ষ থেকে ওই সব অভিবাসন প্রত্যাশী বাংলাদেশীর পরিচয় নিশ্চিত করাসহ এ সম্পর্কিত কাজে ধীরগতির কারণেই বিলম্ব হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর মুখপাত্র আসিফ মুনীর এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন, কিছুটা বিলম্বের ঘটনা ঘটছে।
গত মে-জুনে ২৭৭২ জনকে বিভিন্ন দেশে উদ্ধার করা হয়। যার মধ্যে ২৫৫০ জনের মধ্যে ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন-যাদের মধ্যে ১৭৩ জন কিশোর রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG