অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের অঘোষিত নিষেধাজ্ঞায় নেপাল-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যও স্থবির


ভারতের অঘোষিত নিষেধাজ্ঞায় নেপাল-ভারত শুধু নয়, নেপাল বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। প্রায় ২০০টি ট্রাক বাংলাবান্ধায় ভারত-বাংলাদেশ সীমান্তে আটকে আছে। এগুলোর ক্লিয়ারেন্স দিচ্ছেন না বাংলাদেশী রপ্তানিকারকরা। তাদের আশংকা ফুলবাড়িতে ভারতের কাস্টমস কর্মকর্তারা নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। কাঠমান্ডু পোস্ট এ খবর দিয়েছে। নেপালের ট্রান্সজিট ওয়্যারহাউজ কোম্পানির প্রধান যাদব রাজ সিয়াকুঠি পত্রিকাকে জানান, বাংলাদেশী রপ্তানিকারকরা নেপালের জন্য মালপত্র খালাস করতে অনিচ্ছুক। এ অবস্থায় ভারতের বহুজাতিক কোম্পানি ‘ডাবুর নেপাল’ নিজেদের পণ্য বাংলাদেশে দিতে পারেনি। এ ছাড়া নেপাল থেকে ডাল ও সবজি আদমানি বন্ধ রয়েছে। দুটি দেশ কাকরভিত্তা-ফুলবাড়ী-বাংলাবান্ধা হয়ে বাণিজ্য পরিচালনা করে। বাংলাদেশ তুলা, ওষুধ, ব্যাটারি, কাপড়, ফলের রস, আলু, গুড়াদুধ, বিস্কুট, পাটের কাঁচামাল, টিউব লাইট, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস রপ্তানি করে থাকে। অন্যদিকে নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ডাল, হারবাল ওষুধ ও সবজি। গত অর্থবছরে প্রায় ৩০০ কোটি টাকার পণ্য নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ। এ সময় নেপাল বাংলাদেশে রপ্তানি করেছে ১০৮ কোটি রুপির পণ্যসামগ্রী।

XS
SM
MD
LG