অ্যাকসেসিবিলিটি লিংক

সংবাদমাধ্যমের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ: রাষ্ট্রপতি আবদুল হামিদ


বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সংবাদমাধ্যমের বিরুদ্ধে যেকোনো আক্রমণ গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ।

শুক্রবার ঢাকায় আয়োজিত ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতীয় বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে, বাইরের কেউ যাতে গণমাধ্যমের ব্যাপারে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।

সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদকে বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে যেকোনো অশক্তির মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

ভারতের কূলদীপ নাইয়ার, পাকিস্তানের হামিদ মীরসহ দেশ বিদেশের বরেণ্য সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে রাষ্ট্রপতি ২৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে সন্মাননা তুলে দেন। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG