অ্যাকসেসিবিলিটি লিংক

আরাকান লিবারেশান আর্মি’র সাথে বিজিবির গোলা গুলি বিনিময়ে এক বিজিবি সদস্য আহত


মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘আরাকান লিবারেশান আর্মি’র সাথে Border Guard Bangladesh বিজিবির গোলা গুলি বিনিময়ের ঘটনায় একজন বিজিবি সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলার দুর্গম বড়কদম এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাংলাদেশ অংশে এ ঘটনা ঘটেছে বলে বিজিবি সূত্র জানিয়েছে। আরাকান লিবারেশান আর্মির লোকজন বিজিবির একটি টহল দলের ওপর বড়কদম এলাকায় গুলি চালালে দুপক্ষের গুলি বিনিময় শুরু হয় এবং জাকির নামে
বিজিবির এক নায়েক গুলি বিদ্ধ হয়ে আহত হন।

এসময় লিবারেশান আর্মি বিজিবির টহল দলকে ঘিরে ফেললে হেলিকপ্টারে করে তাদের নিরাপদে বেজক্যাম্পে নিয়ে আসা হয়। আহত জাকিরকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনেরেল আজিজ আহমেদ দুপুরে সাংবাদিকদের বলেন বড়কদম এলাকায় দুই মাস আগেও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন এ ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG