অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যুর পর সংঘর্ষ শেষে মিসৌরীর ফারগুসন কিছুটা শান্ত


স্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কতৃক এক কৃষ্ণাঙ্গ তরুণের মৃত্যু নিয়ে চলমান সংঘাতময় অবস্থার কিছুটা পরিবর্তনের পর মিসৌরীর ফারগুসন অঞ্চল থেকে শুক্রবার ন্যাশনাল গার্ড সদস্যদেরকে সরিয়ে নেয়া শুরু হয়েছে।

প্রায় ২ সপ্তাহের অচলাবস্থার পর গতকাল বড় কোনো গন্ডগোল হয়নি। স্থানীয় পুলিশ জানায় এলাকায় শান্তি বিরাজ করছে।

৯ই আগষ্ট ১৮ বছর বয়সী তরুন মাইকেল ব্রাউনকে গুলী করে মারার পর থেকে শুরু হয় উত্তেজনা ও পুলিশ এবং প্রতিবাদকরীদের সংঘর্ষ। ব্রাউন ও অফিসার ড্যারেন উইলসনের মধ্যে কথা কাটাকাটি হলেও গুলী করার মতকিছু ছিলনা বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। গন্ডগোল শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ জন গ্রেফতার হয়। সোমবার ব্রাউনের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG