অ্যাকসেসিবিলিটি লিংক

পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি


ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে জোরপূর্বক বুধবারের পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে দাবি করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে দলটি।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা এবং সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বিএনপি'র পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং সরকারের পদত্যাগ দাবী করেছেন।

এদিকে, গোলযোগ ও বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। ২০৮টি পৌরসভার ফলাফলের ভিত্তিতে ভোটের এ হারের কথা জানিয়েছে কমিশন সূত্র।

নির্বাচনকালীন এবং নির্বাচন উত্তর গোলযোগ ও সহিংসতায় এ পর্যন্ত তিন জন নিহত এবং আড়াই শতাধিক লোক আহত হয়েছেন। বুধবারের পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৩৪ টি মেয়র পদের মধ্যে ২২৭ টির যে ফলাফল এ পর্যন্ত পাওয়া গেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ১৭৭ টি, বিএনপি ২২ টি, জাতিয় পার্টি ১ টি এবং অন্যান্যরা ২৭ টি। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00


XS
SM
MD
LG