অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লগার অভিজিৎ হত্যায় কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটরের উদ্বেগ


বাংলাদেশী আমেরিকান ব্লগার অভিজিৎকে কুপিয়ে হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিউইয়র্কস্থ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বব ডিয়েটস। ওয়াশিংটন স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলেন তাঁর সঙ্গে। আসুন শোনা যাক।

বব ডিয়েটস বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সখ্যার দিকে তাকালে এবং এরপর সেসব ঘটনার কয়টির বিচার হয়েছে তার সঙ্গে তুলনা করলে দেখা যায় তা ভীষনভাবে আশাহত করে। আমরা সরকারের পক্ষে কোনো রাজনৈতিক সদিচ্ছা দেখিনা এই সমস্যা সমাধানের’।

তিনি বলেন, ‘সরকারকে বিচারের উদ্যোগ নিতে হবে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তাদের কাজ ঠিকমত করতে হবে, তা না হলে সরকারের দায়হীনতা নজরে পড়বে এ্ং শুধু বাংলাদেশে নয় পাকিস্তানের দিকে তাকান সেখানেও একই সমস্যা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে প্রায়শই আমরা দেখি কাউকেই বিচারের আওতায় আনা হয়না। আমার ভয় হয় বাংলাদেশ সেদিকেই যাচ্ছে এবং খুব দ্রুতই সেদিকে যাচ্ছে’।

XS
SM
MD
LG