ইরাকের রাজধানী বাগদাদে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণে অন্তত ৫১ জন নিহত হয়েছে।
বুধবার প্রধানত বাগদাদের শিয়া আবাসিক এলাকাসহ কাজিমিয়া এবং সাদর শহরে আক্রমণে আর অন্তত ১৪০ জন আহত হয়েছে।
এই আক্রমণের দায়িত্ব তাতক্ষনিকভাবে কেউ স্বিকার করেনি।
এপ্রিল মাসে, সূন্নী বিক্ষোভকারীদের ওপরে পুলিশী অভিযানের পর থেকে ক্ষমতাসীন শিয়া এবং সংখ্যালঘু সূন্নীদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে।
ইরাকের সংখ্যা লঘু সূন্নীরা অভিযোগ করে আসছে যে ক্ষমতাসীন শিয়া সরকার সূন্নীদের রাজনৈতিকভাবে তাদের ক্ষমতা সংকোচন করেছে এবং তাদের দাবী দাওয়া অবজ্ঞা করা হচ্ছে।
জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, ইরাকে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এই সহিংসতা গৃহযুদ্ধের দিকে মোড় নিতে চলেছে বলেও উদ্বেগ রয়েছে।