অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদে বোমা আক্রমণে নিহত অন্তত ২৬


বাগদাদে উপর্যুপরি বোমা আক্রমণে আজ অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছে। গত মাসে ইসলামি বিদ্রোহীরা মোসেল শহর দখল করে নেওয়ার পর এটি ছিল রাজধানীতে অন্যতম ভয়াবহ আক্রমণ।

এই হামলাটি ঘটে বাগদাদের দক্ষিণে শিয়া মুসলিম অধ্যূষিত আবু শির জেলায় । তদন্তকারীরা বলছেন যে ঐ তল্লাশি চৌকিতেই আত্মঘাতী গাড়ি বোমার আঘাতে অন্তত সাতজন নিহত হয়।

পরে শহরে এক ঘন্টার মধ্যেই আরও অন্তত তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে যাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়। দিনে আরও পরের দিকে চতুর্থ আরেকটি বিস্ফোরণ ঘটে। তাৎক্ষনিক ভাবে এই সব আক্রমণের দায় কেউ স্বীকার করেনি।

ইরাক ও ভুমধ্যসাগরের দক্ষিনাঞ্চলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রচেষ্টারত জঙ্গি গোষ্ঠি ISIL মোসেল দখল করে নেয়ার পর , ইরাক সরকার বাগদাদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা জোরালো করে তোলে।

ISIL এর সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীরা ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকাই দখল করে নিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন যে মধ্যাঞ্চলের শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাবার কোন তাৎক্ষনিক বিপদ নেই।

XS
SM
MD
LG