অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার বিভিন্ন কারাগার থেকে সাধারণ ক্ষমামঞ্জুরির আওতায় রাজনৈতিক বন্দীদেরকে মুক্ত করা হয়েছে


আজ মঙ্গলবার বর্মার বিভিন্ন কারাগার থেকে সদ্য মুক্ত বন্দীদেরকে বের হতে দেখা গিয়েছে । বছর শেষের আগেই সকল রাজবন্দীকে মুক্ত করবার সরকারী প্রত্যয় পূরণের আজ ছিলো শেষ দিন । এ অবধি কমসে কম বারো রাজবন্দীকে মুক্ত করা হয়েছে । পরবর্তি দিন কয়েকের মধ্যে আরো কিছু বন্দী মুক্ত হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে । সরকারি কর্তাব্যক্তিরা এটাকে ঢালাও সাধারণ ক্ষমামঞ্জুরি নামে আখ্যায়িত করছেন । রাজবন্দীদের মুক্তি লাভের সহায়তা সংগঠন Assistance Association for Political Prisoners সূত্রে বলা হয়েছে- বেআইনী প্রতিবাদ বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়ে গ্রেফতার হয়েছিলো যেসব মতাদর্শী সংগ্রামি সেই তাঁদেরই দু’জন অং মিন নায়িং এবং ইয়ান নায়িং তুনও এই মুক্তি প্রাপ্তদের মধ্যে শামিল রয়েছেন ।
XS
SM
MD
LG