অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মা সরকার আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সুরক্ষার এবং তাদের সঙ্গে সহযোগিতা করবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে


বর্মা সরকার আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সুরক্ষার এবং তাদের সঙ্গে সহযোগিতা করবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এসব সংস্থার কর্মিদেরকে রাখাইন প্রদেশের দাঙ্গার পর সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে হয়েছিলো।
ত্রাণ সংস্থাগুলোর অনেক ক’টির কর্মক্ষেত্রে বৌদ্ধ জনজটলার হামলা হয়েছিলো গত মাসে।এসব সংস্থা রাখাইন প্রদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলিমদের ক্যাম্পগুলোয় অতীব জরুরী ত্রাণ সামগ্রী সরবরাহের কাজে ব্যাপৃত ছিলো।এসব ত্রাণ সংস্থার কর্মিদের সুরক্ষার জন্যে এবং দাঙ্গার পর এঁদের আবার কর্মক্ষেত্রে ফিরে যাবার সুযোগ সুবিধে প্রদানের ব্যাপারে যথেষ্ট সাহায্য সহযোগিতা সরকারের কাছ থেকে মিলছিলো না বলে অভিযোগ ওঠে।জাতিসংঘ এবং অন্যান্য বিদেশি সংস্থার কাছ থেকে কড়া প্রতিক্রিয়া শোনার পর সরকার এখন ত্রাণ সংস্থাগুলোকে পুরো নিরাপত্তা সুবিধে দানের এবং সব রকমের সহযোগিতা প্রদানের অঙ্গিকার ব্যক্ত করছে।
XS
SM
MD
LG