অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: ২০১৩ সালে বাংলাদেশ : সম্ভাবনা ও সংশয়


আজকের এই কল ইন শোর বিষয় হচ্ছে ২০১৩ সালে বাংলাদেশ : সম্ভাবনা ও সংশয় । আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল ; রয়েছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির দারিদ্র বিমোচন দপ্তরের পরিচালক বিশিষ্ট অর্থনীতিবিদ ড সেলিম জাহান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক , বিশ্লেষক ড আসিফ নজরুল।

কোন নতুন বছরকে ঘিরে ব্যক্তিক ও সামষ্টিক জীবনে থাকে প্রত্যাশা , থাকে প্রত্যাশা পূরণের আকাঙ্খা। তেমনি রাষিট্রক জীবনকে নিয়েও থাকে প্রত্যাশা। বাংলাদেশে এই সদ্যাগত বছরটি নানান কারণে তাৎপর্যপূর্ণ । ফেলে আসা বছরের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় , এ বছরটি নিয়ে যেমন আশা রয়েছে বিপুল , তেমনি সংশয় ও রয়েছে অনেক। আমাদের যত গ্লানি ও জ্বরা বিমোচনের প্রার্থনার এই মূহুর্তে আশা ও নৈরাশ্যে দোদুল্যমান জাতি। আশা আছে গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত থাকবে, নানান কলহ ও কোলাহল সত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার , বৈদেশিক মুদ্রা সঞ্চয় যে ভাবে বৃদ্ধি পেয়েছে , সেই বর্ধিষ্ণুতা অব্যাহত থাকবে, সব বিতর্কের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রত্যাশার পুরণ ঘটবে যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে , তাদের শাস্তির মাধ্যমে। কিন্তু এই আশার পাশাপাশি সংশয় ও রয়েছে , রাজনৈতিক বাদ বিসম্বাদ আরও তিক্ত রূপ ধারণ করে কীনা , রাজনৈতিক দলগুলো নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সহমতে পৌছুতে পারে কি না ? মানুষের প্রতি সহিংসতা আরও বৃদ্ধি পায় কি না ;দূর্ঘনাক্রমেই হোক কিংবা অন্তর্ঘাতমূলক কার্যক্রমেই হোক , পোশাক শিল্পের মতো বাংলাদেশের অর্থনৈতিক মেরুদন্ডের ওপর কোন আঘাত আসবে কি না , এ সব প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে ।
এ রকমই ভাবনা বোধ করি আমাদের শ্রোতাদেরও। সেই জিজ্ঞাসা আর জবাবের পালা এবার।




please wait

No media source currently available

0:00 0:44:40 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG