অ্যাকসেসিবিলিটি লিংক

চীন মনে করে উত্তর কোরিয়ার কাছে ২০টি আনবিক বোমা আছে: রিপোর্ট


একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে চীন মনে করছে যে উত্তর কোরিয়ার কাছে ২০টি পারমানবিক অস্ত্র রয়েছে । এই সংখ্যা এর আগের অনুমানের চেয়ে বেশি।

চীনা পারমানবিক বিশেষজ্ঞরা আরও মনে করেন যে পিয়ংইয়ং , অস্ত্র তৈরিতে সক্ষম পর্যাপ্ত পরিমাণ ইউরেনিয়াম উতপাদন করতে পারে যার ফলে The Wall Street Journal এর মতে আগামি বছর নাগাদ তার পারমানবিক অস্ত্র ভান্ডার দ্বিগুণ হয়ে যাবে।

পত্রিকাটি আরও বলছে যে উত্তর কোরিয়ার একটি প্রধান মিত্র রাষ্ট্র চীন ফেব্রুয়ারী মাসে এক রুদ্ধদ্বার বৈঠকে, যুক্তরাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞদের এই তথ্য জানান।

বেইজিং কিংবা ওয়াশিংটন আগে যেমনটি অনুমান করেছিল এই সংখ্যা তার চেয়ে বেশি।সম্প্রতি যুক্তরাষ্ট্র এমন আভাষ দিয়েছিল যে উত্তর কোরিয়ার কাছে ১০ থেকে ১৬টির মতো পারমানবিক বোমা রয়েছে।

এ বছরের গোড়ার দিকে ওয়াশিংটন ভিত্তিক U.S.-Korea Institute এ রকম আভাষ দিয়েছিল যে ২০২০ সাল নাগাদ উত্তর কোরিয়ার ১০০টি আনবিক বোমা বানিয়ে ফেরতে পারে।।

XS
SM
MD
LG