অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে জুন মাসে অর্থনৈতিক পরিসংখ্যান মিশ্র


Kunming, Yunnan province, China
Kunming, Yunnan province, China

চীনা সরকার বলেছে আগের বছরের তুলনায়, দেশের বানিজ্য, ২০১৫ সালের প্রথমার্ধে, প্রায় ৭ শতাংশ পড়ে যায়।

সোমবার General Administration of Customs যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে সর্বমোট আমদানি ও রপ্তানিতে ৬ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে। বেজিং এর এ বছরের বানিজ্যের লক্ষ্য ছিল, যে তা ৬ শতাংশ বৃদ্ধি পাবে।

শুল্ক দফতর থেকে বলা হয় জুন মাসে রপ্তানি বৃদ্ধি পায় ২ দশমিক ৮ শতাংশ। মে মাস থেকে উন্নতি হয়েছে। গত মাসে আমদানি হ্রাস পেয়েছে ৬ দশমিক ১ শতাংশ।

চীনের বানিজ্যে উদ্বৃত্ত হয়েছে ৪ হাজার ৬ শো ৫০ কোটি। গত বছরের তুলনায় তা ৪৭ শতাংশ বৃদ্ধি পায়।

শুল্ক দফতর থেকে বলা হয় মিশ্র অর্থনৈতিক পরিসংখ্যানের কারণ হচ্ছে চীনের অভ্যন্তরীণ বাজারে ও বৈদেশিক বাজারে চাহিদা কম ছিল।

XS
SM
MD
LG