অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের শেয়ার বাজারে ব্যাপক ওঠা-নামার পর , দিনের শেষে লাভ লক্ষ্য করা গেল


চীনের শেয়ার বাজার আজ ব্যাপক ভাবে ওঠা নামা করে তবে তিন সপ্তা ধরে চলে আসা শেয়ার বাজারের এই নিম্নগামিতা রোধ করতে বেইজিং সরকার কিছু পদক্ষেপ ঘোষণা করার পর দিনের শেষে বাজারে বড় রকমের লাভ লক্ষ্য করা যায়।

সকালে বাজারের শুরুতে সাংহাই এর শেয়ার বাজার ৩.৫ শতাংশ পড়ে যায় , তবে দিনের শেষে তা উঠে আসে ৫.৮ শতাংশে। ২০০৯ সালের পর এটি ছিল একদিনে শেয়ার সূচকের সব চেয়ে বেশি অর্জন।

হংকং এর শেয়ার বাজার শুরুতে পড়ে যায় , তবে শেষ হবার আগে আরও চার শতাংশ বৃদ্ধি পায়।

ঐ অঞ্চলের অন্যত্র বিনিয়োগকারীরা চীনকেই অনুসরণ করে । টোকিও , সোওল এবং সিডনির এশয়ার বাজার ও ইতিবাচক ইঙ্গিতে শেষ হয়।

চীনের মূল ভূখন্ডের ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়গুলোতে দ্রুত গতিতে শেয়ার বিক্রি করেছেন তাতে জুন মাসের মাঝামাঝি থেকে শেয়ারের বাজার মূল্য ৩০ শতাংশ নেমে আসে।

চীনের শেয়ার বাজারের Regulatory Commission মরিয়া হয়ে আজ থেকে বড় শেয়ার হোল্ডারদের আগামি ছ মাসের মধ্যে শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

XS
SM
MD
LG