অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রাশিয়ার বিমান অভিযান অব্যাহত রয়েছে


রাশিয়া শুক্রবার সিরিয়ায় আরও বিমান অভিযান চালিয়েছে যখন যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন মস্কোকে সিরিয়া বিরোধী দলের ওপরে আক্রমণ বন্ধ করে কেবল মাত্র নির্দিষ্ট ভাবে ইসলামিক ষ্টেটের লক্ষ্যস্থলের ওপরে তাদের হামলা নিবদ্ধ রাখার কথা বলছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে কোয়ালিশনের একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে । বিবৃতিতে বলা হয়েছে ঐ ধরনের সামরিক পদক্ষেপ ঐ অঞ্চলে সন্ত্রাসবাদ এবং মৌলবাদে আরও মদদ যোগাবে এবং তা আরও বেড়ে যাবে।
আমেরিকা ব্রিটেন, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, কাতারা এবং সৌদি আরবকে নিয়ে কোয়ালিশন বাহিনী গঠিত।

ওদিকে রাশিয়ার প্রেসিডিণ্ট ভ্লাদিমির পুটিন শুক্রবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলান্দের সংগে সিরিয়ার সংঘাত নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে প্যারিসে গিয়েছেন।

XS
SM
MD
LG