অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ক্রিকেট নতুন ইতিহাস রচনা করলো


পাকিস্তানকে পরপর তিনটি ওয়ান ডে ম্যাচে পরাজিত করে বাংলাদেশ নতুন ইতিহাস রচনা করলো। ঢাকার মাঠে তৃতীয় ওয়ান ডে ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো বাংলাদেশ। পাকিস্তানের ২৫০ রানের জবাবে বাংলাদেশ ৬৩ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বাংলাদেশের সৌম্য সরকার ১২৭ রানে অপরাজিত থাকেন। তার ১১০ বলে করা ১২৭ রানের মধ্যে ছিল ৬টি ছক্কা আর ১৩টি বাউণ্ডারী। বাংলাদেশ ৩টি ওয়ান ডে ম্যাচের সবগুলোতেই জয়ী হলো। টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তাদের ২৫০ রানের জবাবে তামিম আর সৌম্য ১৪৫ রানের জুটি তৈরী করেন। ৬৩ বল বাকী থাকতেই বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এ খেলা সম্পর্কে বাংলাদেশ জাতীয় দলের সাবেক সদস্য ঈউসুফ রহমান বাবুর সাক্ষাৎকার নিয়েছেন আহ্‌সানুল হক।

সাক্ষাৎকারটি শুনতে নীচে প্লে বাটনে ক্লিক করুন।

please wait
Embed

No media source currently available

0:00 0:04:20 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG