অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়ার ফেরিডুবিতে মৃতের সংখ্যা বাড়ছে


দক্ষিণ কোরিয় ডুবুরিরা, ডুবে যাওয়া ফেরি সেওলএ প্রবেশ করেছে আরও মৃতদেহ উদ্ধারের জন্যে। রোববার মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৬য়। এখনও ২৪৬ জন নিখোঁজ রয়েছে। এদের বেশিরভাগই হাইস্কুলের ছাত্র।

প্রবল স্রোত এবং দেখার অসুবিধা সত্ত্বেও শত শত ডুবুরি, এবং স্বেচ্ছাসেবকরা ডুবন্ত ফেরিতে প্রবেশ করে। গত বুধবার ৪৭৬জন যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। কোউস্ট গার্ড জানিয়েছে, শনিবার ডুবুরিরা জাহাজের জানালা ভেঙ্গে ফেরিতে ঢোকে এবং বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করে। অবশ্য মনে হচ্ছে, এই অভিযান অত্যন্ত দীর্ঘ এবং দুরূহ হবে।

যাত্রীদের মাত্র ১৭৪ জন প্রাণে বেঁচে গেছেন। বুধবারের পর থেকে আর কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

দক্ষিণ কোরিয় কৌশুলিরা বলছেন, ঐ দুর্ঘটনার সময় ২৬ বছরের থার্ড মেইট, প্রথমবারের মত ফেরিটি চালাচ্ছিলেন। এ সময় সমুদ্র বেশ উত্তাল ছিল। কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে, অনভিজ্ঞ থার্ড মেইট-এর হাতে ফেরির দায়িত্ব দিয়ে ঐ সময় ফেরির ক্যাপ্টেন তার নিজ কক্ষে অবস্থান করছিলেন।

শনিবার, ডুবন্ত যাত্রীদের ত্যাগ করার অভিযোগে ক্যাপ্টেন, থার্ড মেইটসহ জাহাজের অন্যান্য কর্মীদের গ্রেফতার করা হয়েছে।
XS
SM
MD
LG