অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা রোগের মহামারিতে, আগে সর্বমোট যে সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে, বর্তমানে তার চাইতে অনেক বেশি লোক আক্রান্ত হবে


ইবোলা রোগের নিরাময় বা কোন টিকা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আন্তর্জাতিক গণ স্বাস্থ্যের ক্ষেত্রে এই রোগ এখন জরুরি পরিস্থিতি সৃষ্টি করেছে।

পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগের সংক্রমণ বর্তমানে যে হারে ছড়াচ্ছে তাতে, এর আগে ইবোলা রোগের মহামারিতে, সর্বমোট যে সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে তা ছাড়িয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এই রোগের প্রাদুর্ভাবে তাদের জরুরি তৎপরতা কেন্দ্র সর্বচ্চো পর্যায়ে চালু করেছে।

সিডিসির প্রধান ড: টমাস ফ্রিডেন বলেছেন তার সংস্থা শীঘ্রই ৫০ জন বিশেষজ্ঞকে পশ্চিম আফ্রিকায় পাঠাচ্ছেন। তিনি আরও বলেন এবিষয়ে তিনি নিশ্চিত যে এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক মহামারি দেখা দেবে না।

এ দিকে বাংলাদেশ সরকার ও ইবোলা ভাইরাস সম্পর্কে সতর্কতা জারি করেছে। এ সম্পর্কে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন :

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG