অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব আফ্রিকায় ইবোলার সংক্রমন কমে আসলেও প্রায় ৫ হাজার ৭০০জন প্রাণ হারিয়েছেন


পূর্ব আফ্রিকায় মহামারী রূপ নেয়া ইবোলার সংক্রমন কমে আসলেও এ পর্যন্ত এই রোগে প্রায় ৫ হাজার ৭০০জন প্রাণ হারিয়েছেন।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত ইবোলা সংক্রান্ত এক রিপোর্টে বলা হয়েছে গত সপ্তাহের তুলনায় ইবোলা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ২৩০জন। আর আক্রন্ত হওয়ার সংখ্যা এ যাবৎ ১৫ হাজার ৯৩৫ জন।

সংস্থার রিপোর্টে বলা হয় ইবোলা আক্রান্ত পূর্ব আফ্রিকার তিন দেশ গিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের মধ্যে গিনির অবস্থা এখন স্থিতিশীল, ণাইবেরিয়ায় কমতে শুরু করেছে তবে সিয়েরা লিওনে এখনো বাড়ছে। রিপোর্টে বলা হয় মালিতে ৬ জন ইবোলায় মারা গেছে বলে জানানো হয়েছে।

XS
SM
MD
LG