অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা প্রতিরোধে অত্যন্ত কার্যকর প্রতিষেধক


গবেষকেরা জানিয়েছেন, মারাত্মক ইবোলা রোগ প্রতিরোধের পরিক্ষামূলক একটি প্রতিষেধকে তারা অত্যন্ত কার্যকর ফল পেয়েছেন।

গবেষকেরা জানিয়েছেন, মারাত্মক ইবোলা রোগ প্রতিরোধের পরিক্ষামূলক একটি প্রতিষেধকে তারা অত্যন্ত কার্যকর ফল পেয়েছেন।

শুক্রবার বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, এ পর্যন্ত প্রতিষেধটিতে শতভাগ সফলতা অর্জন করেতে পেরেছেন। জেনিভাতে ঐ গবেষণাটি চালানো হয়। বৃটিশ চিকিতসা সাময়িকী দ্য লানসেটে প্রাথমিক ফলাফল এবং এর বিশ্লেষণ প্রকাশিত হয়েছে।

গত বছর পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীতে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যান লিবিয়া, গিনি এবং সিয়ারা নিয়নে।

VSV-EBOV, নামের ওই প্রতিষেধকটি প্রয়োগ করে পরীক্ষা চালানো হয় মার্চ মাসের শুরু থেকে আর এতে অংশ নিয়েছেন গিনির ৪ হাজারের বেশি মানুষ। গিনিতেই সব চাইতে বেশি মানুষ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়।

XS
SM
MD
LG