অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইবোলা ভাইরাস নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক করছে


Health workers in protective gear move the body of a person that they suspect dyed form the Ebola virus in Monrovia, Liberia, Sept. 16, 2014.
Health workers in protective gear move the body of a person that they suspect dyed form the Ebola virus in Monrovia, Liberia, Sept. 16, 2014.

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধ করার জন্য আজ বৃহস্পতিবার জরুরি বৈঠক করছে। পশ্চিম আফ্রিকায় এপর্যন্ত এই ভাইরাসে ২৬০০র বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের মহাসচীব বান কি মুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)র প্রধান ড: মারগারেট চ্যান ইবোলা হুমকি নিয়ন্ত্রণের জন্য একটা আন্তর্জাতিক কর্ম পরিকল্পনার রুপরেখা দেবেন।

যুক্তরাষ্ট্র প্রনিত একটি প্রস্তাবে নিরাপত্তা পরিষদ ভোট দেবে। ওই প্রস্তাবে সদস্য দেশগুলোর প্রতি উপদ্রুত এলাকায়, ত্রাণ সাহায্য, ভ্রাম্যমান হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের দ্রুত পাঠানোর আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও ওই সব এলাকায় যাতায়েত বিধিনিষেধ তুলে নেওয়ার কথা বলা হয়।

XS
SM
MD
LG