অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর সামরিক বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছে


মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মরসি অসামরিক লোকজনকে গ্রেপ্তার করার কর্তৃত্ব দিয়েছেন সামরিক বাহিনীকে। সংবিধানের বিষয়ে শনিবারের গণভোটের প্রক্কালে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে তার জারি করার আদেশ অনুযায়ী তিনি সামরিক বাহিনীর হাতে এই কর্তৃত্ব দিলেন। এর ফলে গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান রক্ষার জন্যে সামরিক বাহিনী পুলিশকে সহযোগিতা প্রদান করবে।

মিশরের উদারপন্থি বিরোধী জোট প্রধানত মি মোরসির ইসলামপন্থি জোট দ্বারা তৈরি সংবিধান সম্পর্কে গণভোটের জন্যে প্রসেডিন্টের পরিকল্পনা আনুষ্ঠানিক ভাবে প্রত্যাখ্যান করেছে।

রোববার রাতে এক বিবৃতিতে National Salvation Front এর একজন মুখপাত্র বলেন যে ঐ খসড়া সংবিধানে মিশরের জনগণের সঠিক প্রতিনিধিত্ব করা হয়নি। তিনি বলেন এই সংবিধানের ব্যাপারে গণভোট করালে দেশটিকে আরও সংঘাতের মুখে ঠেলে দেওয়া হবে।

বিরোধী জোট বৃহস্পতিবার । গণভোটের বিরুদ্ধে গণ প্রতিবাদ অহ্বান করেছে। কোন কোন পর্যবেক্ষক বলছেন যে এই খসড়া সংবিধানটি হয়ত অনুমোদন লাভ করতে পারে কারণ মি মোরসির মুসলিম ব্রাদারহুড , ভোটের জন্যে তাদের সমর্থকদের সমবেত করতে বেশি দক্ষ।
XS
SM
MD
LG