অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সিরিয়ার জন্যে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আহ্বান জানাচ্ছে ।


FSA
FSA
জাতিসংঘ মানবিক সংস্থাভুক্ত কর্মকর্তারা এবং সিরিয়ার বিরোধি দলিয় নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আহ্বান জানাচ্ছেন । ইতিমধ্যে প্রায় দু’ বছর স্থায়ি যুদ্ধের কারণে মৌলিক সুযোগ সুবিধে না পেয়ে লোকজন এখন দিশেহারা । বিদ্রোহি লড়াকুরা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে লড়াই তাদের লাগাতার চালিয়ে যাচ্ছে । জাতিসংঘের মানবিক সংস্থার অপারেশান্স ডিরেক্টর জন গিং গতকাল সোমবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন – আনুমানিক ৪০ লক্ষ লোকের এখন ত্রাণ সহায়তার দরকার – বিশেষ করে চিকিত্সা সামগ্র্রি ও খাদ্য সহায়তার প্রয়োজন তাদের । বলেন – আমরা কেবল সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই ত্রাণ সামগ্রি বিতরন করছি ,এরকম একটা ভুল ধারনা প্রচলিত রয়েছে – আসলে কিন্তু আমরা বিরোধিত , বিরোধি পক্ষিয়দের নিয়ন্ত্রিত এলকাগুলোর প্রায় ৪৮ শতাংশ এলাকাতেও ত্রাণ সামগ্রী বিতরন করছি ।
এ্যাক্ট –
বুধবার কুয়েতে মানবিক ত্রাণ সহায়তা প্রদান বিষয়ে অঙ্গিকার ব্যক্ত করার এক সম্মেলন অনুষ্ঠিত হবে এবং জাতিসংঘ মহাসচীব বান কি মূন তাতে অগ্রনির ভুমিকা পালন করবেন ।
XS
SM
MD
LG