অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর পরিস্থিতির সর্ব সাম্প্রতিক খবর


মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মোরসী , তাঁর যে ফরমানে তিনি নিজের জন্যে অধিকতর ক্ষমতা-কতৃত্ব মঞ্জুর করেছেন সেসব অবশ্যই বহাল রইবে , দেশটির শীর্ষ স্থানিয় বিচারকদের একথা বলবার মাত্রই কয়েক ঘন্টা পর , তাঁর বিরূদ্ধে বিক্ষোভ করছে হাজার হাজার মিশরবাসি - কায়রোর তাহরির স্কোয়ারে ।
দাঙ্গা পুলিশ ইঁটপাটকেল নিক্ষেপকারি জনজটলাকে পিছূ হটতে বাধ্য করার চেষ্টায় কাঁদানে গ্যাস ছোঁড়ে । বিক্ষোভকারিরা বলেছে – এ ফরমান ভন্ডুল করতে –এ সরকারের পতন ঘটাতেই হাজির হয়েছি আমরা ।
ভয়েস অফ এ্যামেরিকার কায়রো সংবাদদাতা এলিযাবেথ এ্যরট বলেন - দিন বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারির সংখ্যাও ফুলে ফেঁপে উঠবে বলে মনে হচ্ছে । এ বিক্ষোভকারিদের পাশাপাশি মোর্সী সমর্থকেরাও সমাবেশ করবে বলে স্থির থাকলেও মূসলিম ব্রাদারহূড সে সমাবেশ বাতিল ঘোষনা করে । বিরোধি পক্ষিয় বিক্ষোভকারিরা মোরসীর ফরমান বাতিলের জন্যে দাবী জানাচ্ছে । তারা বলছে এ ফরমানও সেই আগের মোবারক আমলের স্বৈরশাসনের মতো একই ধারা সৃষ্টি করছে -- যে ধারায় ২ হাজার এগারোয় গণ অভ্যুত্থানে হোসনী মোবারকের পতন ঘটেছিলো । মুসলিম ব্রাদারহূড সম্প্রিক্ত ফ্রীডাম এ্যান্ড জাস্টিস পার্টী এ অভিযোগ নাকচ করেছে – তারা বলছে – মিশর পিছন পানে হাঁটতে পারেনা । পার্টীর সহকারী প্রধান এসাম আল আরিয়ান বলেন – এ ফরমান সাময়িক । নতুন সংবিধান অনুযায়ি ভোট হবার পর এসব ফরমান বাতিল হয়ে যাবে । গতি মন্থর হলেও মিশরকে সামনের পানেই এগুতে হবে । নতুন একটা সংবিধান পেতে চলেছি আমরা , নতুন সংসদ – নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে আমাদের ।
ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা এলিযাবেথ এ্যারট বলছেন – এসব আশ্বাস সত্বেও মিশরের সমাজ ব্যবস্থায় স্পষ্টত:ই এখন একটা মেরূকরন সৃষ্টি হয়েছে ।
XS
SM
MD
LG