অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর পরিস্থিতির খবর


মিশরে , প্রধান বিরোধি জোট এখন আবার ঐ যে খসড়া সংবিধান নিয়ে শনিবার দ্বিতিয় প্রস্থের ভোট হবার কথা তারই প্রতিবাদে নতুনতরো প্রতিবাদ বিক্ষোভের ডাক দিচ্ছে ।
ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট মঙ্গলবার ঐ প্রস্তাবিত সনদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আহ্বান জানায় মিশরীয়দের প্রতি । - ঐ সংবিধানের বিরোধি যাঁরা , তাঁদের বক্তব্য যে , ওটার কারণে , ইসলামিক আইনের ভুমিকা অনেক বেড়েচেড়ে উঠবে আর তাতে নারী অধিকারেরও কোনো উল্লেখ না থাকায় – নাগরিক অধিকার তাতে লুপ্ত হবে । ইসলামিক প্রভাবে তাড়িত সংসদ ঐ সংবিধানের খসড়া প্রণয়ন করেছে । এবং এর সমর্থকেরা বলছেন – মিশরে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে এটা পাশ করা খুবই জরূরি । গেলো সপ্তাহে এর ওপর প্রথম প্রস্থের যে গণভোট হয় – প্রেসিডেন্ট মোরসী তাতে তাঁদের জয়ের দাবী করেছেন – বিরোধি পক্ষিয়রা বলছেন , ভোটে ব্যাপক কারচুপি হয়েছে ।
শীর্ষ বিচারকদের একটি গ্রুপ সোমাবারে বলেছেন – দ্বিতিয় প্রস্থের ভোট নজরদারী তাঁরা করবেন না । গণভোটের প্রথম প্রস্থ বয়কট করেছেন যাঁরা , বিচার বিভাগের সেই সদস্যদের সঙ্গে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় বিচারপতি পরিষদও ।
XS
SM
MD
LG