অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ বাড়িয়ে ই ইউ


ইউরোপীয় ইউনিয়ন, গত সপ্তাহে প্যারিসের ভয়ংকর হামলার কারণে শুক্রবার থেকে তার সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ বাড়িয়ে দিয়েছে। যে সকল ইউরোপিয়ান ইতিপূর্বের ছাড়পত্র মুক্ত এলাকায় ফিরে যাচ্ছেন তাদের জন্যও নতুন বিধিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইউরোপীয় বিচার ও স্বরাষ্ট্র মন্ত্রীরা ব্রাসেলসে এক জরুরী বৈঠকে মিলিত হন। তারা ই ইউ অন্তর্ভূক্ত ২২টি দেশ এবং ই ইউ এর বাইরে নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও লিসেনস্টাইনের সীমান্ত নিয়ন্ত্রণের উপায় অনুসন্ধান করছেন। এইসব দেশে পর্যটকরা বিনা ছাড়পত্রে যাতায়াত করতে পারে।

ই ইউ বলছে, যাতায়াতকারীদের পাসপোর্টই কেবল পরীক্ষা করে দেখা হবে না, তাদের ব্যক্তিগত তথ্য সম্পর্কেও খোঁজখবর নেয়া হবে, এয়ারলাইন্সে যাত্রী তালিকায় প্রদত্ত তাদের নামও যাচাই করে দেখা হবে। গত সপ্তাহের প্যারিস হামলার মুল চক্রী বেলজিয়ান নাগরিক আবদেল হামিদ আবাউদ দৃশ্যতঃ সিরিয়ায় ইসলামিক স্টেটের পক্ষে লড়াই করে তারপর সবার নজর এড়িয়ে প্যারিসে প্রবেশ করে হামলা চালায়, এই তথ্য প্রকাশের পরেই ইউরোপের নিরাপত্তার বিষয়টি গুরত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

XS
SM
MD
LG